• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৪
সর্বশেষ :
নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সরদারের ইন্তেকাল আশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্ত সম্পন্ন জুলাই সংগ্রামের বার্তাবীর, সাতক্ষীরার গর্ব মাহিন দেবহাটায় পুলিশ সুপারের সঙ্গে সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় মহম্মদপুরে শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত মৃত শিশু গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে : যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা! প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময় সরকারি কেবিএ কলেজের শরীরচর্চা শিক্ষক খোকনের বিদায় সংবর্ধনা সিলগালা শ্যামনগরের বেসরকারি আনিকা প্রাইভেট ক্লিনিক

অনন্ত জলিল ক্ষমতার অপব্যবহারের কারন জানালেন

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: দিন ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের। নিপুণ আক্তারের প্যানেলের জন্য শাকিব খানকে প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি নাকচ করার পর অনন্ত জলিলকে একই প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনিও সময়ের অভাবে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক অনন্ত জলিলের কথায় বোঝা যায়, তার কিছুটা ইচ্ছা থাকলেও অতি ব্যস্ততার কারণে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ চেয়েছিলেন তার প্যানেলে অনন্ত জলিলকে সভাপতি করে তিনি সাধারণ সম্পাদক পদে দাঁড়াবেন, তা আর হলো না। নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। নানা রকম সমালোচনার জালে পড়তে হয় নেতাদের। নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমার ব্যবসাতে অনেক বেশি সময় দেয়া লাগে। তাই নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই। আর যাদের হাতে সিনেমা নেই, তারাই এসব নিয়ে ভাবে।’ অনন্ত জলিল আরও বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে আমি থাকব; কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছি।’ তার ভাষায়, ‘নির্বাচনে জিতে ক্ষমতার অপব্যবহার করেন অনেকে। কারণ ক্ষমতায় দাঁড়িপাল্লার চেয়ে অপব্যবহারটা বেশি করতে দেখা যায়। সে কারণেই নেতারা এমন সমালোচিত হয় বলে আমার মনে হয়।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com