• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১১
সর্বশেষ :
৩২ঘন্টা পর শিশু সাজিদকে জীবিত উদ্ধার শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আগামীকাল থেকে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট না.গঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন উপলক্ষে রাইটার্স ক্লাবের প্রস্তুতিমূলক সভা পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন সড়ক দুর্ঘটনায় আহত নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু ও শেষ কবে? দুই দিনেও ৯০ ফুট গভীর সরু গর্তে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি আশাশুনিতে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত পাইকগাছায় সরদার বাড়ির মেয়ে রত্নগর্ভা ডালিমের ত্যাগ, শাসন আর সাফল্যের অনন্য গল্প

অনন্ত জলিল ক্ষমতার অপব্যবহারের কারন জানালেন

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: দিন ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের। নিপুণ আক্তারের প্যানেলের জন্য শাকিব খানকে প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি নাকচ করার পর অনন্ত জলিলকে একই প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনিও সময়ের অভাবে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক অনন্ত জলিলের কথায় বোঝা যায়, তার কিছুটা ইচ্ছা থাকলেও অতি ব্যস্ততার কারণে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ চেয়েছিলেন তার প্যানেলে অনন্ত জলিলকে সভাপতি করে তিনি সাধারণ সম্পাদক পদে দাঁড়াবেন, তা আর হলো না। নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। নানা রকম সমালোচনার জালে পড়তে হয় নেতাদের। নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমার ব্যবসাতে অনেক বেশি সময় দেয়া লাগে। তাই নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই। আর যাদের হাতে সিনেমা নেই, তারাই এসব নিয়ে ভাবে।’ অনন্ত জলিল আরও বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে আমি থাকব; কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছি।’ তার ভাষায়, ‘নির্বাচনে জিতে ক্ষমতার অপব্যবহার করেন অনেকে। কারণ ক্ষমতায় দাঁড়িপাল্লার চেয়ে অপব্যবহারটা বেশি করতে দেখা যায়। সে কারণেই নেতারা এমন সমালোচিত হয় বলে আমার মনে হয়।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com