• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫২
সর্বশেষ :
সাতক্ষীরার উপকূল গাবুরার মাঠে মেয়েদের স্বপ্নের জয়যাত্রা: ঘরের চার দেয়াল ভেঙে এক নীরব বিপ্লব শ্যামনগরে সড়ক ও জনপদের জায়গা অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ দায়সারা, পুনরায় বে-দখল নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উ’দ্ধার আজ থেকে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু সাতক্ষীরায় দু’র্গ’ন্ধ’যু’ক্ত মাংস বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জ’রি’মা’না ও ২ মাসের কা’রা’দ’ণ্ড কারেন্ট পোকায় খাচ্ছে কৃষকের স্বপ্ন ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর বৈঠক শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদেরকে স্বনির্ভর করে গড়ে তুলব- এ্যাড. নিতাই রায় চৌধুরী

অনন্ত জলিল ক্ষমতার অপব্যবহারের কারন জানালেন

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: দিন ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের। নিপুণ আক্তারের প্যানেলের জন্য শাকিব খানকে প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি নাকচ করার পর অনন্ত জলিলকে একই প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনিও সময়ের অভাবে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক অনন্ত জলিলের কথায় বোঝা যায়, তার কিছুটা ইচ্ছা থাকলেও অতি ব্যস্ততার কারণে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ চেয়েছিলেন তার প্যানেলে অনন্ত জলিলকে সভাপতি করে তিনি সাধারণ সম্পাদক পদে দাঁড়াবেন, তা আর হলো না। নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। নানা রকম সমালোচনার জালে পড়তে হয় নেতাদের। নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমার ব্যবসাতে অনেক বেশি সময় দেয়া লাগে। তাই নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই। আর যাদের হাতে সিনেমা নেই, তারাই এসব নিয়ে ভাবে।’ অনন্ত জলিল আরও বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে আমি থাকব; কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছি।’ তার ভাষায়, ‘নির্বাচনে জিতে ক্ষমতার অপব্যবহার করেন অনেকে। কারণ ক্ষমতায় দাঁড়িপাল্লার চেয়ে অপব্যবহারটা বেশি করতে দেখা যায়। সে কারণেই নেতারা এমন সমালোচিত হয় বলে আমার মনে হয়।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com