• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: দেবহাটায় দুই চোরসহ তিনজন গ্রেফতার ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না-খুলনা জেলা প্রশাসক মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক তালার জাতপুর গ্রামে বোরো মৌসুমে নিরাপদ উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা দেবহাটায় বাড়ি থেকে ১ সন্তানের জননী নিখোঁজ, থানায় জিডি দৈনিক যশোর বার্তা’র সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন

আয়েশা তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’র সিজন ১৭’তে অংশগ্রহণ করে জনপ্রিয়তা পান অভিনেত্রী ও মডেল আয়েশা খান। ইতোমধ্যে টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত নাম তিনি। তবে এই অভিনেত্রীকেই হতে হয়েছিল হেনস্তার শিকার। সেটাও মুম্বাইয়ের রাস্তায়! স¤প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইয়ের রাস্তায় যৌন হেনস্তার তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আয়েশা। অভিনেত্রী বলেন, ‘২০২৪ সালে দাঁড়িয়েও একটা মেয়ে নিরাপদ নয়। তাকে রাস্তাঘাটে নানা অপমান সহ্য করতে হয়।’ সাক্ষাৎকারে আয়েশা তিনটি ঘটনার কথা উল্লেখ করলেন। যেখানে বার বার তাঁকে দেখে অশ্লীল মন্তব্য করা হয়। আয়েশা বলেন, ‘একটা মডেল শুট করছিলাম। আমাকে একটা নেটের তৈরি পোশার পরতে হয়েছিল। আর বলা হয়েছিল, ওই পোশাকের ভিতর যেন অন্তর্বাস না পরি। আমি প্রথমে আপত্তি করায় আমাকে বলা হয়েছিল মাধুরী দীক্ষিতও পরেছিলেন। তুমি এরকম না করলে কখনও স্টার হতে পারবে না!’ আয়েশার আরও বলেন, ‘আমি একদিন অটো করে কাজে যাচ্ছিলাম। হঠাৎ করে অটোওয়ালা আমায় বলল, আমাকে কেউ পিছু করছে। হঠাৎ করে দেখি আমার অটোর পাশে একটি বাইক আসে। বাইকের পেছনে বসা এক যুবক হাত বাড়িয়ে আমাকে ছুঁতে চায়। চিৎকার করে উঠেছিলাম।’ এই সাক্ষাৎকারে আয়েশা আরও একটি ঘটনার কথা উল্লেখ করেন। আয়েশা বলেন, ‘তখন আমি মালাদে থাকি। একদিন বিকেল বেলা আমার ফ্ল্যাটের সামনে ফুচকা খেতে নিচে নেমেছিলাম। হঠাৎ করে এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে আমাকে বলেন, বাহ! তোমার স্তনগুলো তো খুব সুন্দর! ওই লোকটার কথায় আমি চমকে উঠেছিলাম।” আয়েশার কথায়, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি বলেই যে আমাদের এটা সহ্য করতে হয়, তা নয়। আমরা মেয়েরা সত্যিই মাঝে মধ্যে খুব অসহায়বোধ করি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com