• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১৯
সর্বশেষ :
গুলিবিদ্ধ হালিমার অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার হি‌সে‌বে মিজ স‌বিতা সরকা‌রের পদায়ন ডুমুরিয়ায় গরু দিয়ে হালচাষ বিলুপ্তির পথে ব্রহ্মরাজপুর বাজারে খামারি প্রশিক্ষণ ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে গ্রাম আদালতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কুমড়োর বড়ি খুলে দিতে পারে কর্মসংস্থান, অর্থনীতির নতুন দিগন্ত কালিগঞ্জে পরকীয়া প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ায় নারীর মাথায় গু লি খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে প্রায় দেড়লক্ষ টাকা জরিমানা

আয়েশা তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’র সিজন ১৭’তে অংশগ্রহণ করে জনপ্রিয়তা পান অভিনেত্রী ও মডেল আয়েশা খান। ইতোমধ্যে টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত নাম তিনি। তবে এই অভিনেত্রীকেই হতে হয়েছিল হেনস্তার শিকার। সেটাও মুম্বাইয়ের রাস্তায়! স¤প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইয়ের রাস্তায় যৌন হেনস্তার তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আয়েশা। অভিনেত্রী বলেন, ‘২০২৪ সালে দাঁড়িয়েও একটা মেয়ে নিরাপদ নয়। তাকে রাস্তাঘাটে নানা অপমান সহ্য করতে হয়।’ সাক্ষাৎকারে আয়েশা তিনটি ঘটনার কথা উল্লেখ করলেন। যেখানে বার বার তাঁকে দেখে অশ্লীল মন্তব্য করা হয়। আয়েশা বলেন, ‘একটা মডেল শুট করছিলাম। আমাকে একটা নেটের তৈরি পোশার পরতে হয়েছিল। আর বলা হয়েছিল, ওই পোশাকের ভিতর যেন অন্তর্বাস না পরি। আমি প্রথমে আপত্তি করায় আমাকে বলা হয়েছিল মাধুরী দীক্ষিতও পরেছিলেন। তুমি এরকম না করলে কখনও স্টার হতে পারবে না!’ আয়েশার আরও বলেন, ‘আমি একদিন অটো করে কাজে যাচ্ছিলাম। হঠাৎ করে অটোওয়ালা আমায় বলল, আমাকে কেউ পিছু করছে। হঠাৎ করে দেখি আমার অটোর পাশে একটি বাইক আসে। বাইকের পেছনে বসা এক যুবক হাত বাড়িয়ে আমাকে ছুঁতে চায়। চিৎকার করে উঠেছিলাম।’ এই সাক্ষাৎকারে আয়েশা আরও একটি ঘটনার কথা উল্লেখ করেন। আয়েশা বলেন, ‘তখন আমি মালাদে থাকি। একদিন বিকেল বেলা আমার ফ্ল্যাটের সামনে ফুচকা খেতে নিচে নেমেছিলাম। হঠাৎ করে এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে আমাকে বলেন, বাহ! তোমার স্তনগুলো তো খুব সুন্দর! ওই লোকটার কথায় আমি চমকে উঠেছিলাম।” আয়েশার কথায়, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি বলেই যে আমাদের এটা সহ্য করতে হয়, তা নয়। আমরা মেয়েরা সত্যিই মাঝে মধ্যে খুব অসহায়বোধ করি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com