• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯
সর্বশেষ :
ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুকে ফুলেল শুভেচ্ছা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন! হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান অধিকার ভোগ করবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন

তাকে আমি আমার মা মনে করি: ফারদিন দীঘি

প্রতিনিধি: / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢালিউড অভিনেতা সুব্রত ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন তিনি। বড় হয়েছেন বাবা সুব্রতর কাছেই। প্রায় সময় দীঘির কণ্ঠে মাকে নিয়ে নানা আক্ষেপ শোনা যায়। তবে স¤প্রতি দীঘি জানালেন, একজনকে নিজের মায়ের মতো মনে করেন তিনি। সেটা আর কেউ নন, অভিনেত্রী শাবনূর। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই তারকার মাঝে নিজের মাকে খুঁজে পান দীঘি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি। স¤প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতির পরিবার দিবসে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। সেখানেই ফ্রেমবন্দি হন তারা। আর সেই ছবি ফেসবুকে শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি তাকে আমার মা মনে করি। শাবনূর আন্টি।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। দীঘির এমনটা মনে করার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। এই নায়িকা যখন শিশুশিল্পী হিসেবে সিনেমায় পথচলা শুরু করেন, তখন শাবনূরের মেয়ের চরিত্রেও কাজ করেছিলেন। ২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত ‘১ টাকার বউ’ সিনেমায় শাবনূরের মেয়ের চরিত্রে দেখা গেছে দীঘিকে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দীঘি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com