• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪২
সর্বশেষ :
পাইকগাছায় সরদার বাড়ির মেয়ে রত্নগর্ভা ডালিমের ত্যাগ, শাসন আর সাফল্যের অনন্য গল্প কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এখনই কার্যকর নয় দুই উপদেষ্টার পদত্যাগ, জানা গেল কারণ শ্যামনগরে নিরাপদ সুপেয় ও কৃষি কাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা বৃদ্বির জন্য অ্যাডভোকেসী সভা পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা না.গঞ্জ সদরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার ভূমিকা ইতিহাসের পাতার স্বর্নাক্ষরে জ্বলজ্বল করবে অনধিকাল ধরে তফসিল: ১০ ডিসেম্বর সিইসির বক্তব্য ধারণ করবে বিটিভি ও বেতার

পরী ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: কয়েক দিন ধরেই চলছে বিষয়টি। দুই নায়িকা একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। চার দিন আগে ছিল নায়িকা শবনম বুবলি ও শাকিব খানের সন্তান বীরের জন্মদিন। ঘটনার সূত্রপাত ওই দিন থেকেই। অভিনেত্রী শবনম বুবলি ওই দিন রাতে সন্তানকে নিয়ে একটা ভিডিও পোস্ট দেন। সেই ভিডিও সব কিছুই ‘কপি’ বলে আরেকটা পোস্ট দেন পরী মনি। মাস ছয়েক আগে তার সন্তান পুণ্যকে একই রকম ভিডিও পোস্ট করেছিলেন পরী। এ কারণেই কপি বলে দাবি তার। যদিও কপি বলার পর পাল্টা পোস্ট দেন বুবলি। একে অপরের এমন পাল্টাপাল্টি পোস্ট নিয়ে সরগরম ছিল বিনোদন মাধ্যম। দুইজনের ভক্তরাও মেতে উঠেছিলেন এই সামাজিক মাধ্যমের মল্লযুদ্ধে। সেই আগুনে ঘি ঢেলে দেন পরী মনির কাছের এক নারী পরিচালক। তিনি ওই দিন ‘প্রহেলিকা’খ্যাত শবনব বুবলি ও তার সন্তানকে শুভ কামনা জানিয়ে দেন আরেকটি আবেগঘন পোস্টে। তাতেই সম্ভবত চটে যান পরী। গতকাল বুধবার দুপুরে সেই পরিচালককে ইঙ্গিত করে ফেসবুকে একটি পোস্ট দেন পরী মনি। তিনি সেখানে তিনি লেখেন, ‘যে বা যারা আমার শত্রæর সাথে বন্ধুত্ব করে আজ থেকে কোনো দিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো।’ এক টেলিভিশন উপস্থাপক ও চিত্রনাট্যকারকে মেনশন করে পরী শেষ করেন সেই ফেসবুক পোস্ট। তিনি লেখেন ‘…আপনার কথা আমি আগে শুনি নাই। তার ফল পেয়েছি এত দিনে। আপনি সঠিক ছিলেন।’ নেটিজেনদের ধারণা, এই নারী পরিচালককে নিয়েই পোস্ট দিয়েছেন পরী। যিনি সবাইকে পরিচয় দিতেন পরীর ‘মা’ হিসেবেই। যদিও ওই উপস্থাপকের চিত্রনাট্যে একটি সিনেমাও পরিচালনা করেছিলেন ওই পরিচালক। তবে ওই সময় থেকে উপস্থাপক ও পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে।’ সব কিছু মিলিয়ে পুরো পোস্ট জুড়ে খানিকটা রহস্য রেখে দিয়েছেন পরী মনি। তিনি এটা নিয়ে কথাও বলতে চাননি। এদিকে দুই দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন পরী মনি। গত মঙ্গলবার দেশে ফিরেই ফের গতকাল বুধবার কলকাতায়। সেখানে তিনি শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। ওই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com