• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:২০
সর্বশেষ :
সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড অনলাইনে দেবে ইসি না.গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ মনিরামপুরে ব্যবসায়ী রানা প্রতাপ হ*ত্যাকান্ডে বান্ধবী ঝুমুর পুলিশ হেফাজতে সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রা সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের আশাশুনি থানা পরিদর্শন আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌষের শেষভাগে হিমেল হাওয়ার কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ অবমুক্ত করল বন বিভাগ দেবহাটায় পুলিশের অভিযানে ঢাকা থেকে অপহরণকৃত যুবক উদ্ধার, পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩ যশোরে এবার এক যুবককে মাথায় গু*লি করে হ*ত্যা

পাইকগাছায় বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিট ; আদালতে মামলা

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জায়গা-জমির বিরোধ কে কেন্দ্র করে বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর খড়িয়া(ঢেমসাখালী) গ্রামের মৃত্যু বিষ্ণু গাইন এর ছেলে রবেন্দ্রনাথ গাইন ও সুব্রত কুমার গাইনের মধ্যে দীর্ঘ দিন যাবৎ জায়গা জমির বিরোধ চলে আসছে। ইতিপূর্বে রবেন্দ্র নাথ তার ভাই  সুব্রত গাইনদের নামে থানায় একটি জিডি করে। পরে উক্ত জিডি প্রসিকিউসন হলে সুব্রতর পরিবারের লোকজন আদালত থেকে জামিন লাভ করেন। এর পর আসামী রবেন্দ্র নাথ গংরা ঘটনার দিন গত ১১ মার্চ ২০২৪ তারিখে সুব্রতর বাড়িতে প্রবেশ করে সুব্রতর স্ত্রী শিবানী গাইনকে মারপিট করতে থাকে এবং বাড়ি ঘর ভাংচুর ও শিবানীর পরহিত কানের দুল, চেইন, হাতের রুলি, ঘরে থাকা টাকা লুটপাট করে। এ সময় শিবানীর দু সন্তান সেখানে আসলে  রবেন্দ্র নাথ গংরা তাদেরও মারপিট করে। এ ঘটনায় সুব্রত কুমার গাইনের স্ত্রী শিবানী গাইন বাদি হয়ে ১৪ই মার্চ  বৃহস্পতিবার ভাসুর  রবেন্দ্রনাথ গংদের নামে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের  করেছে।  এ মামলার বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট এফএমএ রাজ্জাক বলেন আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com