• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৬
সর্বশেষ :
ডুমুরিয়ায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে চার হাফেজকে পাগড়ী প্রদান যমুনা টিভির আকরামুলের ওপর হামলার ঘটনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আব্দুল মোমিনকে দেখতে গেলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ধূলিহরে মোটর চুরি চক্রের এক সদস্য আটক, ছয়টি মোটর উদ্ধার পাইকগাছায় বাড়ছে ভার্মি কম্পোস্টের ব্যবহার : বাড়তি আয় করছেন উদ্যোক্তা শুকুরুজ্জামান তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা দেবহাটায় জাতীয় সংসদ নির্বাচনের গণভোট বিষয়ে ইউএনওর উঠান বৈঠক না.গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বড়দল বাজার উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন তালায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক একজন

পাইকগাছায় বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিট ; আদালতে মামলা

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জায়গা-জমির বিরোধ কে কেন্দ্র করে বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর খড়িয়া(ঢেমসাখালী) গ্রামের মৃত্যু বিষ্ণু গাইন এর ছেলে রবেন্দ্রনাথ গাইন ও সুব্রত কুমার গাইনের মধ্যে দীর্ঘ দিন যাবৎ জায়গা জমির বিরোধ চলে আসছে। ইতিপূর্বে রবেন্দ্র নাথ তার ভাই  সুব্রত গাইনদের নামে থানায় একটি জিডি করে। পরে উক্ত জিডি প্রসিকিউসন হলে সুব্রতর পরিবারের লোকজন আদালত থেকে জামিন লাভ করেন। এর পর আসামী রবেন্দ্র নাথ গংরা ঘটনার দিন গত ১১ মার্চ ২০২৪ তারিখে সুব্রতর বাড়িতে প্রবেশ করে সুব্রতর স্ত্রী শিবানী গাইনকে মারপিট করতে থাকে এবং বাড়ি ঘর ভাংচুর ও শিবানীর পরহিত কানের দুল, চেইন, হাতের রুলি, ঘরে থাকা টাকা লুটপাট করে। এ সময় শিবানীর দু সন্তান সেখানে আসলে  রবেন্দ্র নাথ গংরা তাদেরও মারপিট করে। এ ঘটনায় সুব্রত কুমার গাইনের স্ত্রী শিবানী গাইন বাদি হয়ে ১৪ই মার্চ  বৃহস্পতিবার ভাসুর  রবেন্দ্রনাথ গংদের নামে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের  করেছে।  এ মামলার বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট এফএমএ রাজ্জাক বলেন আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com