• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৫
সর্বশেষ :
নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সরদারের ইন্তেকাল আশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্ত সম্পন্ন জুলাই সংগ্রামের বার্তাবীর, সাতক্ষীরার গর্ব মাহিন দেবহাটায় পুলিশ সুপারের সঙ্গে সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় মহম্মদপুরে শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত মৃত শিশু গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে : যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা! প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময় সরকারি কেবিএ কলেজের শরীরচর্চা শিক্ষক খোকনের বিদায় সংবর্ধনা সিলগালা শ্যামনগরের বেসরকারি আনিকা প্রাইভেট ক্লিনিক

পাইকগাছায় বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিট ; আদালতে মামলা

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জায়গা-জমির বিরোধ কে কেন্দ্র করে বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর খড়িয়া(ঢেমসাখালী) গ্রামের মৃত্যু বিষ্ণু গাইন এর ছেলে রবেন্দ্রনাথ গাইন ও সুব্রত কুমার গাইনের মধ্যে দীর্ঘ দিন যাবৎ জায়গা জমির বিরোধ চলে আসছে। ইতিপূর্বে রবেন্দ্র নাথ তার ভাই  সুব্রত গাইনদের নামে থানায় একটি জিডি করে। পরে উক্ত জিডি প্রসিকিউসন হলে সুব্রতর পরিবারের লোকজন আদালত থেকে জামিন লাভ করেন। এর পর আসামী রবেন্দ্র নাথ গংরা ঘটনার দিন গত ১১ মার্চ ২০২৪ তারিখে সুব্রতর বাড়িতে প্রবেশ করে সুব্রতর স্ত্রী শিবানী গাইনকে মারপিট করতে থাকে এবং বাড়ি ঘর ভাংচুর ও শিবানীর পরহিত কানের দুল, চেইন, হাতের রুলি, ঘরে থাকা টাকা লুটপাট করে। এ সময় শিবানীর দু সন্তান সেখানে আসলে  রবেন্দ্র নাথ গংরা তাদেরও মারপিট করে। এ ঘটনায় সুব্রত কুমার গাইনের স্ত্রী শিবানী গাইন বাদি হয়ে ১৪ই মার্চ  বৃহস্পতিবার ভাসুর  রবেন্দ্রনাথ গংদের নামে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের  করেছে।  এ মামলার বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট এফএমএ রাজ্জাক বলেন আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com