• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:১৭
সর্বশেষ :
সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা তালায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বাংলাদেশ–ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটক জেলেদের বন্দি বিনিময়, পরিবারের কাছে হস্তান্তর আমি এমপি নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করব জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর

পুকুরে পুণ্যার্থীদের ট্রাক্টর, উত্তর প্রদেশে শিশুসহ নিহত ২২

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : তীর্থ করতে রওনা দিয়েছিলেন বাড়ি থেকে। কিন্তু যাত্রাপথেই দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। পুকুরে ডুবে মৃত্যু হয় সাত শিশুসহ অন্তত ২২ জনের। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের কাসগঞ্জ এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের কাদারগঞ্জের উদ্দেশে তীর্থ করতে বেরিয়েছিলেন পুণ্যার্থীরা। ট্রাক্টরে চেপে তীর্থস্থানে যাচ্ছিলেন তাঁরা। কাসগঞ্জ এলাকায় পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার ফলে পুকুরে ডুবে মৃত্যু হয় অন্তত ২২ জনের, যার মধ্যে সাত শিশুরও হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, ট্রাক্টরটিতে মোট ৩০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘কাসগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের বিনা মূল্যে যথাযথ চিকিৎসা দিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com