• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৬
সর্বশেষ :
আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: দেবহাটায় দুই চোরসহ তিনজন গ্রেফতার ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না-খুলনা জেলা প্রশাসক মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক তালার জাতপুর গ্রামে বোরো মৌসুমে নিরাপদ উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা দেবহাটায় বাড়ি থেকে ১ সন্তানের জননী নিখোঁজ, থানায় জিডি দৈনিক যশোর বার্তা’র সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন

বাগেরহাট গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান, ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক

প্রতিনিধি: / ২৬০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাট পৃথক অভিযানে ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহা সড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

 আটককৃতরা হলো মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) ও জেলার রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী(২৩)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহা সড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকায় অভিযান চালিয়ে মাত্র ১ ঘন্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি ও ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত গাঁজা বড় বড় চালান হাত বদল করে আসছিল। আটক কৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com