• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:২৬
সর্বশেষ :
আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু ব্যাংদহায় সড়ক দূ*র্ঘটনায় বাইসাইকেল আরোহী নি*হত ধানদিয়ায় হাবিবের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থীকে একসঙ্গে বহিষ্কার বিধবাকে কু*পিয়ে হ*ত্যা, রান্নাঘর থেকে মর*দেহ উদ্ধার পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিমান হামলা, রাফাতে ৩৭ জনের মৃত্যু

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ইসরায়েলের বাহিনী রাফাতে সোমবার ভোরে বিমান হামলা শুরু করেছে। ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ গাজা শহর রাফাহতে ইসরায়েলি অভিযানে ৩৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে এই হামলার মধ্যেই বিশেষ অভিযানে দুই ইসরায়েলি জিম্মিকে মুক্ত করেছে বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ), ইসরায়েলের অভ্যন্তরীণ শিন বেট নিরাপত্তা পরিষেবা এবং রাফাহতে বিশেষ পুলিশ ইউনিটের যৌথ অভিযানে ফার্নান্দো সাইমন মারমান (৬০) এবং লুই হেয়ারকে (৭০) মুক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, “বিমান হামলা রাফাতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ইসরায়েলি বাহিনী যখন হামলা শুরু করেছিল তখন অনেক মানুষ ঘুমিয়ে ছিল। কেউ কেউ আশঙ্কা করেছিল, ইসরায়েলিরা রাফাতে স্থল আক্রমণ শুরু করেছে।” বাসিন্দারা আরো জানায়, ইসরায়েলি বিমান, ট্যাংক এবং জাহাজ হামলায় অংশ নিয়েছিল। হামলায় দুটি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়িতে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণ গাজায় সিরিজ হামলা চালিয়েছে এবং এখন হামলা বন্ধ রয়েছে, তবে বিস্তারিত আর কিছুই জানায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের জন্য সুনির্দিষ্ট উচ্ছেদ পরিকল্পনা না করেই হামলা চালিয়েছে এবং তাদের এলাকা ছেড়ে চলে যাওষ্টিয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন,‘রাফাহতে আশ্রয় নেওয়া প্রায় ১ মিলিয়ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা প্রয়োজন, এ ছাড়া রাফাতে ইসরায়েলের সামরিক অভিযান চালানো উচিত নয়।’ ত্রাণ সংস্থাগুলো বলছে, রাফাতে হামলা হলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা সেনাবাহিনীকে রাফাহ খালি করার এবং সেখানে মোতায়েন করা চারটি হামাস ব্যাটালিয়ন ধ্বংস করার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছে। হামাস পরিচালিত আকসা টেলিভিশন রোববার হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে উদ্ধৃত করে বলেছে, রাফাতে ইসরায়েলের যেকোনো স্থল আক্রমণ জিম্মি-বিনিময় আলোচনার ওপর প্রভাব ফেলবে। মিসরও রোববার তার সীমান্তের কাছে অবস্থিত রাফাহতে সম্ভাব্য ইসরায়েলি সামরিক হামলার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনি শহর রাফায় হামলা রোধে সব আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে একত্র করার আহŸান জানিয়েছে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com