• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি সাতক্ষীরা সদর থানার অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৭ আসামি আটক পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা না.গঞ্জে হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন মুশিউর রহমান ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তে ভোটে এসে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সাবেক এমপি আশু

মার্ভেল অভিনেতা মিচেল মাত্র ৪৯ বছরে চলে গেলেন

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মার্ভেল অভিনেতা কেনেথ মিচেল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। গত রোববার তাঁর পরিবার অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে একটি বিবৃতিতে অভিনেতার মৃত্যুর সংবাদটি জানানো হয়। ‘স্টার ট্রেক : ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন কেনেথ। সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে এএলএস ধরা পড়ে মিচেলের। সা¤প্রতিক বছরগুলোতে তিনি এবং তাঁর পরিবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে পর্যায়ক্রমিক আপডেট শেয়ার করেছে। আগস্টে মিচেল ইনস্টাগ্রামে একটি পোস্টে তাঁর রোগ নির্ণয়ের পঞ্চম বার্ষিকী সম্পর্কে ভক্তদের জানিয়েছিলেন। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা মিচেল তাঁর অভিনয় ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকে কাজ করেছেন। ২০০৪ সালের হকি ফিল্ম ‘মিরাকল’-এ একজন অলিম্পিক প্রত্যাশীর চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান মিচেল। তিনি মার্ভেলের ২০১৯ সালের চলচ্চিত্র ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও বহু টিভি সিরিজে অভিনয় করেছেন মিচেল, যার মধ্যে রয়েছে ‘জেরিকো’, ‘দ্য অ্যাস্ট্রোনট ওয়াইভস ক্লাব’ এবং ‘জন্মের সময় সুইচড’-এর মতো জনপ্রিয় সিরিজ। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক : ডিসকভারি’তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুকালে মিচেল তাঁর স্ত্রী সুসান এবং তাঁদের দুই ছোট সন্তানকে রেখে গেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com