• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮
সর্বশেষ :
পাইকগাছায় সরদার বাড়ির মেয়ে রত্নগর্ভা ডালিমের ত্যাগ, শাসন আর সাফল্যের অনন্য গল্প কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এখনই কার্যকর নয় দুই উপদেষ্টার পদত্যাগ, জানা গেল কারণ শ্যামনগরে নিরাপদ সুপেয় ও কৃষি কাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা বৃদ্বির জন্য অ্যাডভোকেসী সভা পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা না.গঞ্জ সদরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার ভূমিকা ইতিহাসের পাতার স্বর্নাক্ষরে জ্বলজ্বল করবে অনধিকাল ধরে তফসিল: ১০ ডিসেম্বর সিইসির বক্তব্য ধারণ করবে বিটিভি ও বেতার

মার্ভেল অভিনেতা মিচেল মাত্র ৪৯ বছরে চলে গেলেন

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মার্ভেল অভিনেতা কেনেথ মিচেল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। গত রোববার তাঁর পরিবার অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে একটি বিবৃতিতে অভিনেতার মৃত্যুর সংবাদটি জানানো হয়। ‘স্টার ট্রেক : ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন কেনেথ। সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে এএলএস ধরা পড়ে মিচেলের। সা¤প্রতিক বছরগুলোতে তিনি এবং তাঁর পরিবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে পর্যায়ক্রমিক আপডেট শেয়ার করেছে। আগস্টে মিচেল ইনস্টাগ্রামে একটি পোস্টে তাঁর রোগ নির্ণয়ের পঞ্চম বার্ষিকী সম্পর্কে ভক্তদের জানিয়েছিলেন। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা মিচেল তাঁর অভিনয় ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকে কাজ করেছেন। ২০০৪ সালের হকি ফিল্ম ‘মিরাকল’-এ একজন অলিম্পিক প্রত্যাশীর চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান মিচেল। তিনি মার্ভেলের ২০১৯ সালের চলচ্চিত্র ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও বহু টিভি সিরিজে অভিনয় করেছেন মিচেল, যার মধ্যে রয়েছে ‘জেরিকো’, ‘দ্য অ্যাস্ট্রোনট ওয়াইভস ক্লাব’ এবং ‘জন্মের সময় সুইচড’-এর মতো জনপ্রিয় সিরিজ। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক : ডিসকভারি’তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুকালে মিচেল তাঁর স্ত্রী সুসান এবং তাঁদের দুই ছোট সন্তানকে রেখে গেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com