• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:২৬
সর্বশেষ :
মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার ভূমিকা ইতিহাসের পাতার স্বর্নাক্ষরে জ্বলজ্বল করবে অনধিকাল ধরে তফসিল: ১০ ডিসেম্বর সিইসির বক্তব্য ধারণ করবে বিটিভি ও বেতার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্য পেশায় থাকতে পারবেন না আজ ঐতিহাসিক পাইকগাছার কপিলমুনি মুক্ত দিবস দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মশার উৎপাতে অতিষ্ঠ সাতক্ষীরাবাসী: প্রতিকার দাবি জাতীয় নির্বাচন প্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে করা রিট খারিজ তালায় নবাগত ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ দেবহাটায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা

মোল্লাহাটে কনে পছন্দ না হওয়ায় হামলা, বরের দুলাভাই নিহত

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে বরের কনে পছন্দ না হওয়ায় কন্যা পক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত আজিজুল হক খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতী গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বড় বোন জামাই। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী জানান, আংড়া এলাকার শাহাদাত মুন্সির সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছিলাম যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে যাচ্ছিলাম। এ সময় মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন এ ঘটনায় কনে পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com