• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪
সর্বশেষ :
জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি সাতক্ষীরা সদর থানার অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৭ আসামি আটক পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা না.গঞ্জে হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন মুশিউর রহমান ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান

যে কারণে অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা

প্রতিনিধি: / ২৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: সব পোশাক খুলে নগ্ন হয়ে অস্কারের মঞ্চে এসে আলোচনায় জন সিনা। মাত্র এক টুকরো কাগজ দিয়ে লজ্জা নিবারণ করেন তিনি। তার এমন কান্ডে অবাক বিশ্ব। অনেকেই বিষয়টি নিয়ে হাসি-তামাশা করলেও জন সিনার এমন কান্ডের পেছনে রয়েছে কারণ। জন সিনার এমন কাজে যখন অবাক উপস্থিত দর্শকরা, তখন তিনি বলেন, ‘পোশাক খুব গুরুত্বপূর্ণ।’ মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাÐটি করেন তিনি। এরপর সেরা কস্টিউম বিভাগে মনোনীতদের নাম পড়ার সময় আলো কমিয়ে দেয়া হয়। সেই সময় কয়েকজন সহকারী তার জন্য চমৎকার পোশাক নিয়ে আসেন এবং সাবেক এই রেসলারকে তা পরিয়ে দেয়া হয়। এবছর সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার জিতে নিয়েছে ‘পুওর থিংস’ সিনেমাটি। এর আগে ১৯৭৪ সালে রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডে নগ্ন হয়ে দৌড়েছিলেন। সেটারই যেন পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সালে। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল। এবারের আসরে সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেতা ও সেরা সিনেমাটোগ্রাফির মতো প্রধান এই পুরস্কারগুলোর পাশাপাশি সর্বোচ্চ ৭টি বিভাগে অস্কার ঘরে তুললো ২০২৩ সালের আলোচিত ছবি ‘ওপেনহাইমার’! এর পরের অবস্থানেই আছে আরেক আলোচিত ছবি ‘পুওর থিংস’। সূত্র: এলি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com