• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪
সর্বশেষ :
গুলিবিদ্ধ হালিমার অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার হি‌সে‌বে মিজ স‌বিতা সরকা‌রের পদায়ন ডুমুরিয়ায় গরু দিয়ে হালচাষ বিলুপ্তির পথে ব্রহ্মরাজপুর বাজারে খামারি প্রশিক্ষণ ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে গ্রাম আদালতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কুমড়োর বড়ি খুলে দিতে পারে কর্মসংস্থান, অর্থনীতির নতুন দিগন্ত কালিগঞ্জে পরকীয়া প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ায় নারীর মাথায় গু লি খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে প্রায় দেড়লক্ষ টাকা জরিমানা

রমজানে রাফায় স্থল অভিযানের হুঁশিয়ারি ইসরায়েলের

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: গাজার দক্ষিণের মিসর সীমান্তের রাফাহ অঞ্চলে ১০ মার্চ থেকে স্থল অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ওই দিন থেকে আরব বিশ্বে রমজান শুরু হবে। উদ্বাস্তুতে পূর্ণ অঞ্চলটিতে স্থল অভিযান নিয়ে এমনিতেই উদ্বেগ প্রকাশ করছিল বিশ্ব। এখন রমজানে স্থল অভিযান করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের জরুরি মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ গত রোববার এক বিবৃতিতে জানান, ১০ মার্চের মধ্যে আমাদের সব জিম্মিকে ছেড়ে দিতে হবে। তা না হলে গাজার সর্বত্র আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তখন রাফাতে আমরা স্থল অভিযান শুরু করব। রাফায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সেখানে ইসরায়েল হামলা চালালে প্রাণহানি হু হু করে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে অনেক বার রাফায় হামলা চালানো থেকে বিরত থাকতে আহŸান জানানো হয়েছে। আন্তর্জাতিক চাপ থাকা সত্তে¡ও রাফায় হামাসের বন্দুকধারীদের নির্মূল করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সেখানে স্থল অভিযানের প্রতিশ্রæতি দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) অভিযোগ, রাফার উত্তরে খান ইউনুসের নাসের হাসপাতালের অবস্থা মূল্যায়নের জন্য তাদের কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি। ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। প্রায় ২৫৩ জনকে জিম্মি করে হামাস। নভেম্বরের শেষের দিকে সাত দিনের যুদ্ধবিরতিতে ১১০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের ধারণা হামাসের কাছে এখন অন্তত ১৩০ জন ইসরায়েলি জিম্মি আছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৯ হাজার স্পর্শ করতে চলেছে। আহত হয়েছে ৬৮ হাজারের বেশি। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অন্তত আরও ১২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০৫ জন। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com