• সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
নানা আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা আশাশুনির শ্রীউলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা দুর্নীতির একটি পয়সাও আমার পকেটে ঢুকবে না ইনশাল্লাহ : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান ডুমুরিয়া উপজেলা স্বাধিনতা‌ চত্বরে বিএনপির সনাতনী সমাবেশ ব্যতিক্রম আয়োজনে বি.ডি.এফ প্রেসক্লাবে দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী তালায় আচরণবিধি লঙ্ঘনে দুই নির্বাচনী কার্যালয়কে জরিমানা সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন হাবিবুল ইসলাম আশাশুনিতে জমির দ*খল নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মাম*লা

সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে প্রত্যয় গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ জুলাই, ২০২৪
সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সন্মাননা স্মারক তুলে দেন প্রত্যয় গ্রুপের সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম।

 

সোমবার (৩০ জুন-২৪) বিকালে প্রত্যয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সন্মাননা স্মারক দেওয়া হয়।এ সময়ে উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজমুল হুদা, ভাইচ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবীর প্রমুখ।

 

উল্লেখ্য যে, গত ২২ জুন-২৪ তারিখে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে হাফিজুর রহমান শিমুল ১১৮ টি ভোটের মধ্যে ৮৬টি ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলার সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সুজন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতা পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতীয় দৈনিক ভোরের পাতা, আঞ্চলিক দৈনিক দেশ সংযোগ ও সাতক্ষীরার সর্বাধিক প্রচারিত দৈনিক যুগেরবার্তা পত্রিকার কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসাবে দীর্ঘদিন কর্মরত আছেন। তাছাড়া অনলাইন নিউজ পোর্টাল “বিজয় নিউজ 24 ডটনেট” এর সম্পাদক ও প্রকাশক তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com