• মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:৫২
সর্বশেষ :
কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তে ভোটে এসে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সাবেক এমপি আশু সাতক্ষীরায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ভোজ্য তেলের কারবার: সংবাদ সংগ্রহে হুমকি! না.গঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের জন্মদিন পালিত বিজয়ী হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: সাতক্ষীরার জনসভায় জামায়াত আমীর ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায় তালায় ধানের শীষের নির্বাচনীয় জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা নানা আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা

সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি / ৮০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের সাথে জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং জলবায়ু সহিষ্ণু আয়-বর্ধনমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

কমিউনিটি চেষ্ট অব কোরিয়ার অর্থায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশের সহায়তায় ”ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলেন্স ইন মুন্ডা আদিবাসী (ইন্ডিজেনাস) কমিউনিটি” প্রকল্পের জেলা পর্যায়ে প্রকল্প সমাপনী ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার।

 

ব্রেকিং দ্যা সাইলেন্স এর উপ-পরিচালক ড. মো. তারিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আসাদ্জ্জুামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার প্রমুখ। এসময় সেখানে উন্নয়নকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুন্ডা সম্প্রদায়ের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ব্রেকিং দ্য সাইলেন্স ম্যানাজার- প্রোগাম ও ডিস্ট্রিক্ট ইনচার্জ মো: শরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্স প্রকল্প সমন্বয়কারী মো:কবির আলম।

 

 

সভায় প্রকল্পটি জলবায়ু সহনশীল জীবনযাত্রা, কৃষি, নারী নেতৃত্বের উন্নয়ন, আয়—বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ, লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করার ফলে মুন্ডা সম্প্রদায়ের জীবন মান যেই পরিবর্তন হয়েছে এবং উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কথা তুলে ধরেন নারীরা।

 

 

সভায় প্রকল্পটি শ্যামনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বসবাসরত সকল মুন্ডা সম্পদ্রায়ের জন্য দীর্ঘ মেয়াদী কার্যক্রম গ্রহণ করার জন্য ব্রেকিং দ্য সাইলেন্স এবং দাতা সংস্থা অক্সফ্যামের কাছে সুপারিশ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com