ঢাকার নিউজ টুয়েন্টিফর ডটকমের আয়োজনে নারায়ণগঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর হোসেন’র জন্মদিন পালিত।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন চানমারি এলাকায় ঢাকার নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি’র বাসভবনে কেক কেটে সাংবাদিক জাহাঙ্গীর হোসেন’র জন্মদিন পালন করা হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর আলম আকন্দ, আইন সহসয়তা তথ্য রিপোর্টার দেলোয়ার প্রধান উজ্জ্বল, প্রেমা রহমান মন ও মাস্টার মাহীন প্রমূখ।
সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আজকের এই দিনে পুরাতন ঢাকার আগা সাদেক রোডস্থ এলাকায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা মৃত মো. লাল মিয়া ও মাতা মৃত খুরশীদা বেগম। ৬ ভাই ও ৪ বোনের মধ্যে তিনিই ১ম। সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিক জাহাঙ্গীর হোসেন তার এই জন্মদিনে সুস্থতার জন্য সকলের প্রতি দোয়া চেয়েছেন।
https://www.kaabait.com