• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫১
সর্বশেষ :
বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থীকে একসঙ্গে বহিষ্কার বিধবাকে কু*পিয়ে হ*ত্যা, রান্নাঘর থেকে মর*দেহ উদ্ধার পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম

কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি মস্কোর পশ্চিমারা রাশিয়ার সম্পদ ‘চুরি’ করলে

প্রতিনিধি: / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : রাশিয়া পশ্চিমাদের সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করলে মস্কো ‘খুব কঠোর’ ব্যবস্থা নেবে। মঙ্গলবার পশ্চিমাদের প্রতি এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২২ সালে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেওয়া পর, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সাথে লেনদেন নিষিদ্ধ করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে। ইউরোপীয় ইউনিয়ন সোমবার নতুন একটি আইন গ্রহণ করেছে। নতুন আইনটির আওতায় রুশ কেন্দ্রীয় ব্যাংকের হিমায়িত সম্পদের ওপর করা লাভের পরিমাণ আলাদা করে ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, জব্দকৃত রাশিয়ান সম্পদ ইউক্রেনের সহায়তায় কাজে লাগাবে ইউরোপীয় ইউনিয়ন। এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল মঙ্গলবার স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি চুরি: এটি এমন কিছু যা আপনার নয়। তিনি দাবি করেন, মস্কোর প্রতিক্রিয়া ‘খুব কঠোর’ হবে। কারণ রাশিয়া মনে করবে তারা মূলত চোরদের সঙ্গে মোকাবিলা করছে। জাখারোভা বলেন, আমাদের দেশ এটিকে ‘চুরি’ অপরাধ হিসেবে বিবেচনা করবে এবং চোরদের প্রতি আমাদের প্রতিক্রিয়া কঠোর হবে। মস্কো জানায়, যদি তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়, তাহলে প্রতিক্রিয়া হিসাবে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পদ বাজেয়াপ্ত করবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com