• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫
সর্বশেষ :
ফানি কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন অগ্নিদগ্ধ নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ২ ঘন্টা নার্সদের প্রতিকী শাট ডাউন শীতে রসের ঘ্রাণে মুখর হয়ে ওঠে পাইকগাছার গ্রামীণ পরিবেশ ডুমুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনির ইউএনও কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা ফসলের হাসিতেই খুশি কৃষক ধানের চারা উৎপাদনে ব্যস্ত কৃষকেরা পাটকেলঘাটায় হামলা ও মারপিট করে নগদ টাকা স্বর্ণালংকার মোটরসাইকেল লুটপাট ঢাকা থেকে পাঠানো ওয়ালটনের পণ্য গায়েব, পাটকেলঘাটায় উদ্ধার দেবহাটায় শীতার্ত অসহায়দেরকে ইউএনওর কম্বল বিতরন তালায় শিক্ষকদের মতবিনিময় সভায় উন্নয়ন অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

বাগদানের ঘোষণা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

প্রতিনিধি: / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত বুধবার ভ্যালেন্টাইনস ডে-তে জোডি হেডনের সঙ্গে বাগদান সারলেন তিনি। আলবানিজ প্রথম অস্ট্রেলিয়ান নেতা দায়িত্বে থাকাকালীন যার বাগদান হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি সেলফি শেয়ার করে বাগদানের খবরটি প্রকাশ করেছেন স্বয়ং আলবানিজ। ওই ছবির ক্যাপশনে হেডনের সম্মতির ব্যাপারটি জানিয়ে তিনি লিখেছেন: ‘শি সেইড ইয়েস।’ ভ্যালেন্টাইনস ডে-তে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যানবেরার বাসভবন লজে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে জোডি হেডনকে প্রপোজ করেছিলেন তিনি। ৪৫ বছর বয়সী হেডনের সঙ্গে ২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৬০ বছর বয়সী আলবানিজের দেখা হয়েছিল। নিজেদের বাগদানের বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন এই জুটি। বিবৃতিতে তারা বলেছেন, ‘এই খবরটি আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। আমাদের বাকি জীবন আমরা একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমরা অনেক ভাগ্যবান যে একে অপরকে খুঁজে পেয়েছি।’ সংসদের সহকর্মীরাসহ নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার লাক্সন এবং টিভি শেফ নাইজেলা লসন এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লিখেছেন, ‘ভালবাসা একটি সুন্দর জিনিস। আমি আপনাদের জন্য খুব খুশি!’ এর আগে, নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলবানিজ। ২৩ বছর বয়সী নাথান আলবানিজ তাদের সন্তান। ১৯ বছর সংসার করার পর ২০১৯ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়েছিল।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com