• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:০১
সর্বশেষ :
না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে দুই গ্রুপের সং ঘ র্ষ, সভাপতিসহ আহত ৩০ প্রচার মাইকের যন্ত্রণা, অটোরিকশাসহ যানবাহনের হর্ণের বিকট শব্দে নাকাল ডুমুরিয়া তালায় ফসল, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে : হাবিবুল ইসলাম শ্যামনগরে প্রতিবন্ধীর জায়গা দ খ লের অপচেষ্টা, মা ম লা দেবহাটায় ডাঃ শহিদুল আলমের ৩১দফা বাস্তবায়নে প্রচারনা শুরু

রণবীর সিং যৌন হয়রানির শিকার

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিনোদন: বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ পেতে কাস্টিং কাউচ বা যৌন হয়রানির শিকার শুধু নারী নয়, পুরুষরাও হয়। স¤প্রতি এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের একটি প্রতিবেদন থেকে জানা যায়, নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন রণবীর। এরপরই ইন্ডাস্ট্রিতে একে একে বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের বিরুদ্ধে উঠে আসে যৌন হয়রানির খবর। এ প্রসঙ্গে রণবীর বলেন, বলিউডে অভিষেকের আগে তিন বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। সংগ্রামী ওই সময়টায়ই যৌন হয়রানির শিকার হন তিনি। নাম প্রকাশ না করে রণবীর বলেন, ‘এক প্রযোজক আমাকে অভিনয়ের সুযোগ দেবেন বলে বাড়িতে ডাকেন। এরপর নিছক মজা করার জন্য আমার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন।’ রণবীর আরও বলেন, ‘এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক আমাকে প্রাইভেট পার্টিতে ডেকেছিলেন। পার্টির মাঝে হঠাৎ তিনি আমাকে নিয়ে যান এক নিভৃত স্থানে। আমাকে জিজ্ঞেস করেন, হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস পছন্দ। উত্তরে হার্ড ওয়ার্কার বললেও তিনি আমায় আপত্তিকর প্রস্তাব দেন।’ তিক্ত এসব অভিজ্ঞতা তাকে অনেকটা পরিণত করেছে। ভবিষ্যতে কীভাবে চললে এসব সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় তা তিনি শিখেছেন। এসব চড়াই-উতরাইয়ের মাঝেই মণীশ শর্মার পরিচালনায় আনুশকা শর্মার বিপরীতে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে রণবীর সিংয়ের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com