• মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:১৭
সর্বশেষ :
যুবদলনেতা শামীম হ’ত্যার ঘা’ত’ক স্ত্রী বৃষ্টি ও শালক গ্রেফতার তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চু’রি ব্রিটিশ শাসনামল ১৮৬৭সালে প্রতিষ্ঠিত পৌরসভা আবারো ফিরে পাওয়ার দাবী কালিগঞ্জে ধুলিয়াপুর হাইস্কুলে দু’র্নী’তি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রে’ফ’তা’র শ্যামনগরে নদীর চর দ’খ’ল করে গড়ে তোলা রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী সাতক্ষীরা সীমান্তের ওপারে আ’ট’ক এএসপি আরিফুজ্জামান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরের বরসা রিসোর্ট সেন্টারের পুকুরের পানিতে ডু’বে যুবকের মৃ’ত্যু

ইঁদুরের পেটে ১৯ কেজি গাঁজা-ভাং, আদালতে পুলিশ

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বাবা ও ছেলের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও ১০ কেজি ভাং জব্দ করেছিল পুলিশ। কিন্তু থানার মালখানায় থাকা সেই আলামত নষ্ট করে ফেলেছে ইঁদুর। স¤প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খÐে। এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ধানবাদ জেলার রাজগঞ্জ থানার মালখানার। বিষয়টি জেলা আদালতকে অবহিত করেছে পুলিশ। ছয় বছর আগে এসব আলামত জব্দ করা হয়েছিল। স¤প্রতি রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এসব আলামত হাজির করার নির্দেশ দেয় স্থানীয় আদালত। গত শনিবার প্রধান জেলা ও দায়রা জজ রাম শর্মার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় পুলিশ। তারা বলছে, আলামতের গাঁজা ও ভাং ইঁদুর নষ্ট করে ফেলায় তা আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি রিপোর্টও করা হয়েছিল। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর দুই ব্যক্তিকে এসব মাদকসহ গ্রেপ্তার করে রাজগঞ্জ থানা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআরও হয়। এ সংক্রান্ত বিচার চলাকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদকে জব্দ করা ভাং ও গাঁজা গত ৬ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল বিচারক। মামলায় আসামিপক্ষের আইনজীবী অভয় ভাট বলেন, তদন্তকারী কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদ গত শনিবার রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি আবেদন নিয়ে আদালতে হাজির হন। তারা বলছেন, সব আলামত ইঁদুর নষ্ট করে ফেলেছে। এ আইনজীবীর দাবি, তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু পুলিশ আলামত দেখাতে পারেনি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com