• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯
সর্বশেষ :
ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুকে ফুলেল শুভেচ্ছা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন! হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান অধিকার ভোগ করবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন

বাঁধন পুলিশ অফিসার রূপে চমকে দিলেন

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিনোদন: নতুন গল্পের সঙ্গে নতুন লুকে হাজির হলেন রেহানা মারিয়ম নূর খ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তাবে এবার দেখা যাবে পুলিশ অফিসার চরিত্রে। সিনেমাটির নাম ‘এশা মার্ডার : কর্মফল’। এটি পরিচালনা করেছেন পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘বø্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমায়! গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এলো সিনেমাটির টিজার। প্রায় এক মিনিটের টিজারটি শেয়ার করে সানী সানোয়ার ক্যাপশনে লিখেছেন, “বাঁধন কি পারবে ‘এশা খুন’-এর রহস্য ভেদ করতে?” এক মিনিটের টিজারেই পুলিশ অফিসারের চরিত্রে মাত করেছেন বাঁধন। টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের ওপর!ন চৌকস পুলিশ অফিসারের সমস্ত কিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস তিনি রেখেছেন ‘এশা মার্ডার’-এর টিজারে! আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজারের শেষে জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার : কর্মফল’ আসতে চলেছে ঈদুল আজহায়! বাঁধন ছাড়াও সানী সানোয়ার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com