• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০৫
সর্বশেষ :
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে আটকিয়ে মারপিট: থানায় অভিযোগ ডুমুরিয়ার মানুষদের কাঁদিয়ে দায়িত্ব শেষে বিদায় নিলেন ইউএনও মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে অ গ্নিকাণ্ড পাটকেলঘাটায় ইজিবাইকসহ গাঁজা উদ্ধার, যুবক আটক সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১ মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু

হামাসের সুড়ঙ্গ জাতিসংঘের ত্রাণ শিবিরের নীচে

প্রতিনিধি: / ২৮৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইসরায়েলের সেনাবাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থা শিন বেটের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়,গাজা সিটিতে  চালানো অভিযানে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডবিøউএ) পরিচালিত একটি স্কুলের কাছে সুড়ঙ্গ পাওয়া গেছে। আর তাদের দাবি, ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডবিøউএ) অফিসের নিচে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের টানেল রয়েছে। শনিবার ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে এমনটি জানানো হয়। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থাটি জানিয়েছে, গত ১২ অক্টোবর থেকে তারা ওই অফিসে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এ নিয়ে একটি স্বাধীন তদন্তের আহŸান জানিয়েছে সংস্থাটি। এই সুড়ঙ্গটি হামাসের গোয়েন্দা কাজে ব্যবহার করা হচ্ছিল। গাজা উপত্যকায় ইউএনআরডবিøউএ-এর প্রধান সদর দপ্তরের নিচেও ওই সুড়ঙ্গের বিস্তৃতি ছিল। টানেলের বৈদ্যুতিক অবকাঠামো ৭০০ মিটার দীর্ঘ এবং ১৮ মিটার গভীর যা সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত ছিল।বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের সংস্থাটির কম্পাউন্ডে থাকা নথি এবং অস্ত্রের মজুত নিশ্চিত করেছে যে কার্যালয়টি আসলে হামাস ব্যবহার করেছিল। এদিকে পাল্টা আরেকটি বিবৃতিতে ইউএনআরডবিøউএর পক্ষ থেকে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের অফিসটি সর্বশেষ পরিদর্শন করা হয়েছিল। এ ছাড়া এর আগে ইউএনআরডবিøউএর অফিসের কাছাকাছি বা নিচে পাওয়া যে কোনো সন্দেহজনক কার্যকলাপ আগে হামাস-নিয়ন্ত্রিত গাজা এবং ইসরায়েলি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং প্রকাশ্যেও আনা হয়েছিল। হামাসের টানেল শুধু যোদ্ধাদের, সাধারণের জন্য নয় হামাসের টানেল শুধু যোদ্ধাদের, সাধারণের জন্য নয় ইউএনআরডবিøউএ জানায়, ইসরায়েলি বাহিনীর নির্দেশনা মেনে তাদের কর্মীরা গাজা শহর ত্যাগ করেছে। আর তারা ওই অফিস গত ১২ অক্টোবর থেকে আর ব্যবহার করছে না। আর অফিসের নিচে টানেল পাওয়ার ঘটনাটিও আনুষ্ঠানিকভাবে জানায়নি ইসরায়েল। জাতিসংঘ ইউএনআরডবিøউএ নিয়ে দুটি পৃথক তদন্ত শুরু করেছে। প্রথমটি ৭ অক্টোবর ইসরায়েলে তাদের কর্মীদের হামলার বিষয়ে এবং অন্যটি সংস্থাটির সামগ্রিক রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই হামলায় ইউএনআরডবিøউএর কর্মীরাও অংশ নেন বলে দাবি করে ইসরায়েল। এমন অভিযোগের পর গতমাসে সংস্থাটির বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com