• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭
সর্বশেষ :
হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, গুলি এখনও বের করা যায়নি সাতক্ষীরা-খুলনা সড়কে বাস উল্টে ইজিবাইকের ওপর—চালক নিহত, আহত অন্তত ১৪ ৩২ঘন্টা পর শিশু সাজিদকে জীবিত উদ্ধার শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আগামীকাল থেকে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট না.গঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন উপলক্ষে রাইটার্স ক্লাবের প্রস্তুতিমূলক সভা পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন সড়ক দুর্ঘটনায় আহত নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু ও শেষ কবে? দুই দিনেও ৯০ ফুট গভীর সরু গর্তে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি

যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায়

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২১০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন সুমন রায়

সাতক্ষীরার শ্যামনগরে শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়। শনিবার (৯ই নভেম্বর) সকাল ১০টায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দেন।
এ সময় তার সাথে পূজা দেন ভারত সেবাশ্রম খুলনার ধ্রুব মহারাজ, ব্রাহ্মণ ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ব্যানার্জি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক রঘুনাথ খাঁ, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন আহবায়ক সুজন সানা, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ন-আহবায়ক ও হিন্দু বিবাহ রেজিস্টার সুজন কুমার দাশ, বিকাশ ঘোষ, শ্রীনিবাস দাস, সদস্য সচিব উৎপল মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিমা রানী, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কামনাশীষ মন্ডল, সদস্য সচিব মনোদ্বীপ মন্ডল, শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের সহকারি পুরোহিত দেবব্রত ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাগর ঘোষ, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল।
পূজা শেষে বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের কালী মায়ের মাথার মুকুট চোরকে দ্রুত গ্রেপ্তার সহ মুকুট উদ্ধারে প্রশাসনের প্রতি আহবান জানান। এবং মন্দিরটিকে সার্বজনীন করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে হয় তা তিনি করবেন বলে আশ্বস্ত করেন।
তিনি শ্যামনগরে ফিরে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com