• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লা শ

শ্যামনগরের আটুলিয়ার এফ-৯ স্লূইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার বড়কুপট এফ-৯ স্লুইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদিত হয়েছে।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১,এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন স্বাক্ষরিত আলোকে জানা যায়, পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১২ সদস্য বিশিষ্ট বড়কুপট এফ-৯ স্লুইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটির সদস্যরা হলেন- উপদেষ্টা পানি উন্নয়ন বিভাগ, সাতক্ষীরা -১ এর সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা, শিক্ষক -ঘের মালিক মাওলানা মাহবুবুর রহমান, সমাজসেবক-ঘের মালিক এম.এম আবুল কালাম, সভাপতি সমাজসেবক-ঘের মালিক বি.এম ওয়াজেদুর রহমান,সিনিঃ সহ-সভাপতি শিক্ষক -ঘের মালিক মাওলানা হাবিবুল্যাহ বাশার, সেক্রেটারী সংশ্লিষ্ট ইউপি সদস্য-ঘের মালিক স্বপন কুমার বৈদ্য,জয়েন্ট সেক্রেটারী মোঃ আল মাদানী, ক্যাশিয়ার জি.এম বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য-ঘের মালিক জি.এম হাবিবুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক জি.এম আঃ জলিল,দপ্তর সম্পাদক মোঃ রেজাউল ইসলাম কয়াল, প্রচার সম্পাদক এম.এম আনিছুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মুজিবুর রহমান(ক্ষেত্র সহকারী-উপজেলা মৎস্য অফিস), নির্বাহী সদস্য মোঃ শামছুর রহমান (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) ও নির্বাহী সদস্য কমলা কান্ত মন্ডল (গেটম্যান ও কৃষক)। নতুন গঠিত গেট কমিটির মেয়াদ আগামী ৩০/৬/২০২৬ তারিখ পর্যন্ত।

 

বড়কুপট এলাকারবাসীর পক্ষে বি, এম ওয়াজেদুর রহমান কর্তৃক প্রস্তাবিত বড়কুপট এফ-১ স্লুইচ গেট সংরক্ষণ কমিটির আবেদনের প্রেক্ষিতে বিধিমোতাবেক যথাযথ কমিটি অনুমোদন দিতে সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা কৃষি অফিসার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এর সুপারিশের আলোকে কতিপয় শর্ত সাপেক্ষে কমিটি অনুমোদন করা হয়।

 

অনুমোদিত পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্বের বিতর্কিত কমিটি বিলুপ্ত করে বিধিগতভাবে নতুন কমিটি গঠিত হওয়ায় সুপারিশকৃত সকলকে সহ পানি উন্নয়ন বিভাগ-১এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com