• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪

তালায় সেতু আবুলসহ ৩ জন আটক

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলায় ঘের জবরদখল, রাস্তার গাছ বিক্রির টাকা আত্মসাৎ এলাকাবাসীর ওপর হামলাসহ নানা অপকর্মের অভিযোগে আবুল হোসেন মোল্ল্যা ওরফে সেতু আবুল (৬৫) সহ তিনজনকে আটক করেছে তালা থানা পুলিশ।

 

আটক আবুল হোসেন মোল্ল্যা উপজেলার শিরাশুনী গ্রামের মৃত ইজাহার মোল্ল্যার ছেলে। অপর দুইজন হলেন একই গ্রামের মৃত আনছার সরদারের ছেলে গফুর সরদার (৬২) এবং মৃত কাশেম গাজীর ছেলে কামাল গাজী (৪০)।

 

সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। শিরাশুনী গ্রামের আতিয়ার মলঙ্গী, মফিজুল ইসলাম, গফুর শেখ, মালেক শেখ, আরমান শেখ সহ অনেকেই বলেন, শিরাশুনী গ্রামের আতিয়ার মলঙ্গীর প্রায় ১০০ বিঘা ঘের সেতু বাজার সংলগ্ন এলাকায় জোরপূর্বক দখল করে নেয় সেতু আবুল ও তার সহযোগীরা। দখলকৃত ঘের থেকে প্রকাশ্য দিবালোকে শত শত মণ মাছ ধরে বিক্রি করা হয়। গ্রামবাসী সেতু বাজারে গেলে আবুলের বাহিনীর সদস্যরা তাদের মারধর করে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

 

ভুক্তভোগীরা জানান, আবুলের বাহিনীর ভয়ে গ্রামের কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

 

এছাড়া, সেতুর পরিচালক থাকাকালীন তিনি রাস্তার গাছ জোরপূর্বক বিক্রি করে জমির মালিকদের প্রাপ্য টাকা না দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। এমনকি মসজিদে এসি স্থাপনের জন্য সংগৃহীত টাকাও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযানে নিয়মিত মামলায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com