• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৮
সর্বশেষ :
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন আশাশুনিতে বৃষ্টির জন্য ইস্তেস্কার ছালাত আদায়  লাউ গাছের এক বোটায় ধরেছে ২০টি লাউ খুলনায় নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শ্যামনগর উপকূলে তাপদাহে সুপেয় পানির তীব্র সংকটঃ দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের  বিদায়ী সংবর্ধনা সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষ এর জীবণ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ডুমুরিয়ার কানাইডাঙ্গা সুইস গেটের সামনে পলি পড়ে সমতল হওয়ায় পরিদর্শন করেন ইউএনও দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, গুনীজন সম্বোধনা ও ইফতারী বিতারনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

মীর জেসান হোসেন তৃপ্তী : ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা গুণীজন সংবর্ধনা ও ইফতারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র হল রুমে সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্বাগত বক্তব্যে বলেন, সকল সাংবাদিক সংগঠনগুলি ঐক্যবদ্ধ হলে সাংবাদিকদের সকল সমস্যার সমাধান করা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান মোড়ল এমপি। তিনি এ সময় বলেন, সাংবাদিক জাতির বিবেক। সাংবাদিকদের উচিত সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী হায়াত। তিনি এ সময় বলেন, সকল সাংবাদিককে মুক্তিযুদ্ধার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রিয় সভাপতি ও এশিয়ান টিভি চেয়ারম্যান আলাস হারুনুর রশিদ সিআইপি। তিনি এ সময় বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে সকল সাংবাদিকদের সরকারের সহযোগিতা করতে হবে। এ সময় তিনি আরো বলেন সাংবাদিকদের বেতন ভাতার বিষয়ে আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন,জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবু হোসেন বাবলা । তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের আরো জোরালো ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এম. এ. আউয়াল, ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি মো: সোহরাব হোসেন স্বপন,বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মোতাসীম বিল্লাহ, বাংলাদেশ রিপোর্টার সোসাইটির চেয়ারম্যান আজিজ মাহফুজ, বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এস এম হানিফ আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, দৈনিক দেশ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সে এনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক মো: শাহিন আলম মামুন, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান , দৈনিক দিনের আলো পত্রিকা প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হাসান, এস টিভি বাংলার সহ ব্যবস্থাপনা সম্পাদক মো: সুরমা আলম,অতিথি হিসেবে ছিলেন এইচ এম মাসুম বিল্লাহ,সংগঠনের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর নুরু, যুগ্ম সম্পাদক সানাউল্লাহ ভূঁইয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ব্যবস্থাপনার সম্পাদক মেসমাউল আলম মোহন, শেখ ফরিদ আহমেদ চিশত, ইডি আমিন অ্যাপোলো, মোঃ শামীম আহমেদ,মো: বশির আহমেদ, মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মামুদ আক্তার আসমা, দপ্তর সম্পাদক কেএম মোহাম্মদ হোসেন রিজভী, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির আহমেদ জীবন, নারী ও শিশু সম্পাদিকা রাজিয়া সুলতানা তুর্না,রুবিনা শেখ, মোঃ শাহিন আলম আশিক, মোঃ শাহাদাত হোসেন বকুল, সিরাজুল ইসলাম সরকার, মমতা বাদল ইসলাম, মোঃ বাবু মিয়া প্রমূখ। এ সময় সংগঠনের পক্ষ থেকে গুনিজনদের স্বাধীনতা দিবসের পদক প্রদান করা হয়। পরিশেষে ইফতারী বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com