• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০০
সর্বশেষ :
সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা তালায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বাংলাদেশ–ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটক জেলেদের বন্দি বিনিময়, পরিবারের কাছে হস্তান্তর আমি এমপি নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করব জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর

এন্ডোসকপি করার বিধান রোযা অবস্থায়

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ধর্ম: এন্ডোস্কপি হলো চিকন একটি পাইপ পাকস্থলিতে ঢুকিয়ে বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা। এন্ডোস্কপি করার সময় যদি নলের সাহায্যে পাকস্থলিতে পানি বা ওষুধ না ঢোকানো হয়, তাহলে শুধু পাইপ ঢোকানোর কারণে রোজা ভাঙবে না। এন্ডোস্কপির সময় পাকস্থলিতে ওষুধ, পানি ইত্যাদি কোনো কিছু ঢোকানো হলে রোজা ভেঙে যাবে। এন্ডোস্কপি করার সময় রক্ত বা ময়লার কারণে পাইপের মাথায় লাগানো বাল্ব অনেক সময় ঘোলাটে হয়ে যায় এবং পানি দিয়ে ওই বাল্ব পরিষ্কার করতে হয়। এ রকম হলে পাকস্থলিতে পানি ঢোকার কারণে রোজা ভেঙে যাবে। তাই যারা এন্ডোস্কপি করবেন, তাদের কাছ থেকে জেনে নিতে হবে পাকস্থলিতে পানি বা ওষুধ ঢোকানোর প্রয়োজন হয়েছে কি না। এন্ডোস্কপির কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটির রোজা রাখলেই হয়ে যাবে। রমজান মাসে এন্ডোস্কপি করার প্রয়োজন হলে ইফতারের পর করার চেষ্টা করা উচিত, যেন রোজার ক্ষতি না হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com