• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১১
সর্বশেষ :
পাইকগাছায় সরদার বাড়ির মেয়ে রত্নগর্ভা ডালিমের ত্যাগ, শাসন আর সাফল্যের অনন্য গল্প কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এখনই কার্যকর নয় দুই উপদেষ্টার পদত্যাগ, জানা গেল কারণ শ্যামনগরে নিরাপদ সুপেয় ও কৃষি কাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা বৃদ্বির জন্য অ্যাডভোকেসী সভা পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা না.গঞ্জ সদরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার ভূমিকা ইতিহাসের পাতার স্বর্নাক্ষরে জ্বলজ্বল করবে অনধিকাল ধরে তফসিল: ১০ ডিসেম্বর সিইসির বক্তব্য ধারণ করবে বিটিভি ও বেতার

গাছ উজাড় হওয়ার ফলে পরিবেশের উপর পড়ছে নেতিবাচক প্রভাব

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

এ গাছ অনেক উঁচু হওয়ায় কাক, কোকিল, চিল, বকসহ বিভিন্ন ধরনের পাখি বাসা বেঁধে বসবাস করত। এ গাছ উজাড় হওয়ার ফলে এসব পাখিরা আবাসস্থল হারিয়ে পড়েছে অস্তিত্ব সংকটে। গাছ না থাকায় আবাসস্থলের অভাবে ধীরে ধীরে এসব পাখিরাও হারিয়ে যাচ্ছে।

 

উপজেলার কোড়া গ্রামের প্রবীণ ব্যক্তি হোসেন আলি (৭০) বলেন, গ্রামে প্রচুর শিমুল গাছ ছিল। এই শিমুল ঔষধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামাঞ্চলের মানুষ বিষফোঁড়া ও কোষ্ঠ-কাঠিন্য নিরাময়ে এ গাছের মূল ব্যবহার করত।

 

একই গ্রামের প্রবীণ ব্যক্তি ওমর আলি (৬৫) বলেন, একটি বড় ধরনের গাছ থেকে তুলা বিক্রি করে ১০-১৫ হাজার টাকা আয় করা সম্ভব। আগের তুলনায় এখন শিমুলের তুলার দাম অনেক বেড়ে গেছে। এর পরও এই গাছ নিধন হচ্ছে প্রতিনিয়ত।

 

এ বিষয়ে প্রবীণ ব্যক্তিরা বলেন, শিমুল গাছ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে এক সময় উপকারী গাছের তালিকা থেকে এ গাছটি হারিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো জানতেও পারবে না বাংলার মাটিতে শিমুল নামে কোনো গাছ ছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com