• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০২
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

তাপসী পান্নু বিয়ের খবর রটতেই চটলেন

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিনোদন: বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিয়ের খবর প্রকাশ্যে আসলেও তাপসী কিংবা তার প্রেমিক ম্যাথিউস নিজেরা অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবার বিয়ে প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে তিনি একেবারেই ইচ্ছুক নন। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী বিয়ের খবর জানাজানি হওয়ার পরেই তাপসী একটি সাক্ষাৎকারে জানান , ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি নই।’ পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত- তিনি অন্যদের সঙ্গে নিজের তুলনা করেন না। যদি বিয়ে করেনও, কোনও আড়ম্বর চান না। এরআগে এনডিটিভির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছিল, শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তার হবু বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি তাপসী, তবে বেশি দেখানোতে তার আপত্তি।সূত্রের খবর ছিল, তারা বিয়ে করবেন নিজেদের শর্তে, নিজেদের মতো করে। ঘরোয়াভাবে বিয়েটা সারতে চান তারা। বরপক্ষের মত অনুযায়ী, খ্রিস্টীয় রীতিতে বিয়ের আচার হবে যেমন, তেমনই পাঞ্জাবি রীতিনীতি মেনেও অনুষ্ঠান হবে। সব ঠিক থাকলে মার্চেই উদয়পুরে বসবে বিয়ের আসর। তবে তাপসীর মন্তব্যের এই বিষয়টি নিয়ে একটা জল্পনা থেকেই গেল। ফলে অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মুখিয়ে ছিলেন তাপসী কী বলেন সেটা শোনার জন্য। তাপসী এ প্রসঙ্গে কথা বললেন বটে। কিন্তু অভিনেত্রী আদৌ বিয়ে করছেন কি না, তা নিয়ে জল্পনা চলছে ভক্তদের মধ্যে। কয়েকমাস আগে প্রেমের সম্পর্কে প্রথমবার সিলমোহর দেন অভিনেত্রী। নিজের জীবন নিয়ে বরাবরই খুব চুপচাপ তাপসী। অভিনয় সংক্রান্ত খবর ছাড়া নিজের জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। ব্যক্তিগত জীবনের ওঠা-পড়া নিয়েও কথা বলতে শোনা যায়নি তাপসীকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com