• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১১
সর্বশেষ :
আমি এমপি নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করব জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি সাতক্ষীরা সদর থানার অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৭ আসামি আটক পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা না.গঞ্জে হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন মুশিউর রহমান ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নেতার মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ জুন, ২০২৪

সাতক্ষীরার পাটকেলঘাটায় নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলন (৩৫) নামের এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। গতকাল ১৭ জুন ২০২৪ রোববার রাতে এই ঘটনা ঘটে।

 

আশিকুর রহমান মিলন পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া এলাকার আনিস মোড়লের ছেলে। তিনি ট্রাক চালানোর পাশাপাশি তালা উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলনের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দীন সানা জানান, গত রাত ১২টার দিকে আশিকুর রহমান মিলন বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে হাত লাগে তাঁর।

 

এসময় আশিকুর রহমান মিলনকে উদ্ধার করে পাটকেলঘাটা বাজারের বেসরকারি হাসপাতাল পপুলার ক্লিনিকে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

তালা উপজেলা জাতীয় পাটির সভাপতি এস এম নজরুল ইসলাম আশিকুর রহমান মিলনের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আশিকুর রহমান মিলন ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ছাড়া তিনি তালা উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com