• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৩৯
সর্বশেষ :
নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সরদারের ইন্তেকাল আশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্ত সম্পন্ন জুলাই সংগ্রামের বার্তাবীর, সাতক্ষীরার গর্ব মাহিন দেবহাটায় পুলিশ সুপারের সঙ্গে সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় মহম্মদপুরে শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত মৃত শিশু গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে : যে কোন মুহুর্তে প্রাণহানির শঙ্কা! প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময় সরকারি কেবিএ কলেজের শরীরচর্চা শিক্ষক খোকনের বিদায় সংবর্ধনা সিলগালা শ্যামনগরের বেসরকারি আনিকা প্রাইভেট ক্লিনিক

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নেতার মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ জুন, ২০২৪

সাতক্ষীরার পাটকেলঘাটায় নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলন (৩৫) নামের এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। গতকাল ১৭ জুন ২০২৪ রোববার রাতে এই ঘটনা ঘটে।

 

আশিকুর রহমান মিলন পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া এলাকার আনিস মোড়লের ছেলে। তিনি ট্রাক চালানোর পাশাপাশি তালা উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলনের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দীন সানা জানান, গত রাত ১২টার দিকে আশিকুর রহমান মিলন বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে হাত লাগে তাঁর।

 

এসময় আশিকুর রহমান মিলনকে উদ্ধার করে পাটকেলঘাটা বাজারের বেসরকারি হাসপাতাল পপুলার ক্লিনিকে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

তালা উপজেলা জাতীয় পাটির সভাপতি এস এম নজরুল ইসলাম আশিকুর রহমান মিলনের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আশিকুর রহমান মিলন ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ছাড়া তিনি তালা উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com