• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:০৪
সর্বশেষ :
খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ পাটকেলঘাটায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বহু প্রতিক্ষীত “দেলুপি” সিনেমা প্রদর্শন পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার আশাশুনি প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক ডুমুরিয়ায় ইট ভাটার মালিককে অবৈধ ভাবে নদীর মাটি কর্তণ করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বি’ক্ষো’ভ মিছিল

বাগেরহাটে নগদ টাকাসহ ৮জুয়ারী আটক

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চুলকাঠি এলাকায় অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ৩০০ টাকাসহ ৮জুয়ারী আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশেরি একটি চৌকস টিম। রবিবার (১৭ মার্চ) রাতে পুলিশের অভিযানিক ওই টিমের নেতৃত্ব দেন বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান। আটক জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান।

আটক জুয়ারীরা হলো, বাগেরহাটের সুনগর এলাকার   মিজান শেখের ছেলে মোঃ আঃ করিম শেখ (২০), আলামিন শেখের ছেলে মোঃ রাসেল শেখ (২৩), মৃত উকিল হাওলাদারের ছেলে মোঃ কালাম হাওলাদার (২৫)। হাকিমপুর গ্রামের মৃত নুর আলী শেখের ছেলে মোঃ নুরজ্জামান শেখ(৪০)। সৈয়দপুর গ্রামের মৃত রুহুল কুদ্দুসের ছেলে মোঃ হাবিব শেখ (৫০), মান্নান ফরাজির ছেলে মোঃ আরিফুল ফরাজি (৩২), ভট্টবালিয়াঘাটা গ্রামের আবুল শেখের ছেলে মোঃ জাহিদ শেখ (৩৬) ও রামপাল উপজেলার কাপাশডাঙ্গা গ্রামের ফেরদৌস আলী গাজীর ছেলে মোঃ ফরাদ আলী গাজী (৪১)।

ওসি মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহদয়ের নির্দেশনায় অভিযান চালিয়ে ৮ জুয়ারীকে আটক করা হয়। অভিযানে নগদ ১৬ হাজার ৩০০ টাকা, দুই ব্যান্ডেল জুয়া খেলার তাস, দুইটা মোটরসাইকেল, তিনটা বাইসাইকেল, একটি ভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com