• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬
সর্বশেষ :
শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ সাতক্ষীরায় ওসমান হাদীর গায়েবে জানাজা ও বিক্ষোভ, খুনিদের গ্রেফতারে প্রশাসনকে আল্টিমেটাম সাতক্ষীরায় প্লাস্টিক অদল-বদল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার

শ্রাবণ শাহ সাধারণ সম্পাদক পদে লড়বেন

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিনোদন: অভিনেতা শ্রাবণ শাহ্ ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে শিল্পী সমিতির ভোটাধিকার হারিয়েছিলেন। এমন অভিযোগ তুলে গেল সপ্তাহে ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। যাচাই বাচাই শেষে তাকে শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। ভোটাধিকার ফিরে পাওয়া সেই শ্রাবণ শাহ্ই এবার সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন। ফলে দুই হেবিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের সঙ্গে সেক্রেটারি পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন তিনি। শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত রবিবার দুপুরে সেক্রেটারি পদে নমিনেশনও কিনেছেন শ্রাবণ। নির্বাচন কমিশন সদস্য এজে রানা, বিএইচ নিশানের হাত থেকে নমিনেশন ফরম কেনেন শ্রাবণ। সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে তোকে ভালোবাসতেই হবে, ইঞ্চি ইঞ্চি প্রেম, দাবাং, অশান্ত মেয়েসহ একাধিক ছবি। চলচ্চিত্রের পাশাপাশি অভিনেত্রী নাসরিনের সঙ্গে স্টেজ শো-এর পরিচিত মুখ শ্রাবণ শাহ্। বছর জুড়ে শ্রাবণ ও নাসরিন জুটি বেঁধে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করে থাকেন। কদিন আগে শ্রাবণ অভিযোগ করেছিলেন নিপুণ তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। এজন্য ভোটার তালিকায় নাম রাখেননি। সদস্যপদ ফিরে পেয়ে অনেকটা জেদ করেই তিনি নির্বাচনে সেক্রেটারি পদে অংশ নিচ্ছেন শ্রাবণ। শ্রাবণ বলেন, নিপুণ আপা আমার কাছে অনেক সম্মানের স্থানে। তিনি বলেছেন আমি নাকি নির্বাচনে অংশ নেব তাই আমার সদস্যপদ বাতিল করেছেন। তাকে সম্মান করি। এজন্য তার মুখ দিয়ে যেহেতু এমন কথা এসেছে তাই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার অধিকার যে কোনো শিল্পীর আছে। প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি। আর সবাই পরিবর্তনে বিশ্বাসী। শিল্পীরা পরিবর্তন চাইলে আমাকে ভোট দেবে। তবে যদি আমাকে যুদ্ধ করতে হয় আমি এজন্য প্রস্তুত হয়েছি। আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। সদস্যপদ পেয়ে অস্বিত্ব ফিরে পেয়েছি। এখন আগের মতো কেন থাকবো? আমি এগিয়ে যেতে চাই। এ কারণে সেক্রেটারি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমার বিশ্বাস, যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেমন। নির্বাচনে হয়তো আরও কিছুর মুখোমুখি হবো। সব অভিজ্ঞতা ভবিষ্যতে কাজ লাগবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com