• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬
সর্বশেষ :
বালিথায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির আ’ত্ম’হ’ত্যা শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মিয়া গোলাম পরওয়ার শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

তালায় বিএনপির দুই নেতা সাময়িক বহিস্কার

নিজস্ব প্রতিনিধি / ১৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
বিএনপির দুই নেতা সাময়িক বহিস্কার

সাতক্ষীরার তালায় দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধ মুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ- শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রিয়াজুল ইসলাম সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপি নাম ভাঙ্গিয়ে ভাঙ্গচুর, লুটপাট, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।

 

মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধ মুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ- শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম মঙ্গলবার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরামুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রিয়াজুল ইসলাম সাময়িক বহিস্কার করা হয়।

 

অন্যদিকে খলিলনগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী আছির উদ্দিন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপি নাম ভাঙ্গিয়ে ভাঙ্গচুর, লুটপাট, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থাগ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানান এরা দলের কেউ না তাদের অপকর্মের দায় দল নেবে না।

 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যাক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাচ্ছি। সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিস্কার করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com