• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:৩৫
সর্বশেষ :
তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বালুইগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের গলায় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা না.গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

মিন্নি মরণব্যাধিকে জয় করে গানে ফিরলেন

প্রতিনিধি: / ৩২০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গান নিয়েই ছিল তার ব্যস্ততা। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে পদচারণা ছিল তার। শো করতে গিয়েছেন বিদেশেও। তিনি নারী গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। তাকে অনেকেই দেশের প্রথম নারী গিটারিস্ট বলে থাকেন। তবে সব কিছু ঠিকমতো চললেও হঠাৎ করেই গান থেমে যায় তাঁর। শরীরে বাসা বাঁধে মারণব্যাধি ক্যান্সার। মারণব্যাধি ক্যান্সার জয় করে পাঁচ বছর পর গানে ফিরলেন মিন্নি। ‘বোঝাপড়া’ শিরোনামের একটি নতুন গানের মিউজিক ভিডিও দিয়ে নতুন করে এলেন গানের জগতে। গানটি তাঁর ব্যান্ড ‘নির্বাসন’-এর সর্বশেষ আয়োজন। জানা যায়, পাঁচ বছর ধরে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ ছিল। তবে দীর্ঘদিন পর আবারও নতুন চমক নিয়ে ফিরল ব্যান্ডটি। রক ঘরানার ব্যান্ড নির্বাসন-এর নতুন গান বোঝাপড়া শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। নির্বাসন ব্যান্ডের ‘বোঝাপড়া’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন মইন জাকি এবং কণ্ঠ দিয়েছেন গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। গানটির মিউজিক ভিডিও প্রযোজনা ও পরিবেশন করেছেন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান কন্টেক্সট জি ফিল্মস। মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিন্স এ আর ও জেবা জান্নাত। ৪ ফেব্রæয়ারি বিকেল ৫টায় কন্টেক্সট জি ফিল্মস এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়। উল্লেখ্য, শারমিন আহমেদ মিন্নি এই ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে আছেন। তিনি বলেন, ‘আমরা শিল্পীরা সব সময় চাই সকলের মধ্যে থাকতে। আমাদের দেশে ব্যান্ড গানের অনুরাগী আছেন অনেক, তাদের জন্যই এই গান।’ তিনি জানান, একটি ধারাবাহিকতা বজায় রেখে আরো নতুন নতুন গান শ্রোতাদের উপহার দেওয়ার পরিকল্পনা করছে ব্যান্ড নির্বাসন ও তার দল।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com