শ্যামনগরে জুম মিটিং এ্যাপ্লিকেশনের মাধ্যমে
জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ডেক্স রিপোর্ট ঃ ১৫ জুলাই সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির এক সভা জুম মিটিং এ্যাপ্লিকেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এস,এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন। সভায় জলমহলভুক্ত খাসের খাল (বদ্ধ) জলমহাল ইজারা প্রক্রিয়ায় থাকায় উক্ত জলমহালটি খনন করার বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহীত হয় যে, খননকালে ইজারাকৃত মৎস্যজীবি সমবায় সমিতি উক্ত জলমহালে যাবে না এবং এ ব্যাপারে সমিতির পক্ষ থেকে লিখিত অঙ্গীকার নামা দেওয়া হবে। সভায় মৎস্যজীবি সমিতির প্রতিনিধি মুক্তিযোদ্ধা আলী আশরাফ বুড়িগোয়ালীনি ইউনিয়নের ছায়রাত মহালভুক্ত খোসালখালী (বদ্ধ) জলমহালটি অর্ধশতাধিক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে অবৈধ দখলমুক্ত করার দাবী জানান। এ ব্যাপারে বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যানকে অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক খোসালখালী (বদ্ধ) জলমহালটি অবৈধ দখল মুক্ত করার দায়িত্ব নেবার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা পরিচালনা করেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, সমবায় অফিসার জহুরুল ইসলাম, চেয়ারম্যানবৃন্দ।